Logo

আন্তর্জাতিক    >>   লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে আরও ছয় ইসরাইলি সেনার মৃত্যু

লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে আরও ছয় ইসরাইলি সেনার মৃত্যু

লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে আরও ছয় ইসরাইলি সেনার মৃত্যু

লেবাননে হিজবুল্লাহর সঙ্গে চলমান সংঘর্ষে আরও ছয় ইসরাইলি সেনা নিহত হয়েছেন। ১৩ নভেম্বর, বুধবার, সীমান্তের কাছাকাছি এলাকা থেকে যুদ্ধে অংশগ্রহণকালে তারা প্রাণ হারান। এই নিয়ে, লেবাননে ইসরাইলের সঙ্গে হিজবুল্লাহর সংঘর্ষে নিহত ইসরাইলি সেনাদের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৭ জনে।

ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, নিহতদের মধ্যে রয়েছেন ক্যাপ্টেন ইতায় মার্কোভিচ (২৪), স্টাফ সার্জেন্ট সারিয়া এলোবিম (২১), স্টাফ সার্জেন্ট ডিরোর হেন (২০), স্টাফ সার্জেন্ট নির গোফের (২০), স্টাফ সার্জেন্ট শালেভ ইৎজহাক সাগ্রোন (২১) এবং স্টাফ সার্জেন্ট ইয়োয়াভ ড্যানিয়েল (১৯)। তারা দক্ষিণ লেবাননে যুদ্ধরত অবস্থায় নিহত হন।

ইসরাইলের সেনাবাহিনী গত ৩০ সেপ্টেম্বর থেকে লেবাননে স্থল অভিযান শুরু করে, যার পাল্টা আক্রমণ হিসেবে হিজবুল্লাহ যোদ্ধারা তীব্র প্রতিরোধ গড়ে তোলে। নিহত সেনাদের মধ্যে ইসরাইলি সামরিক বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাও রয়েছেন, যা ইসরাইলের জন্য বড় ধরনের সামরিক ক্ষতি।

এর আগে, মঙ্গলবার (১২ নভেম্বর) ইসরাইলের নতুন প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বলেন, “ইসরাইল সম্পূর্ণ শক্তি দিয়ে হিজবুল্লাহকে আঘাত করতে থাকবে এবং যুদ্ধবিরতি কোনভাবেই হবে না।” তিনি আরও জানান, ইসরাইল এবং হিজবুল্লাহর মধ্যে এই যুদ্ধ শুরু হয় গত বছরের অক্টোবরে, যখন গাজা ভূখণ্ডে ইসরাইলি আগ্রাসন শুরু হয়।

সেপ্টেম্বরের শেষ থেকে লেবাননে ইসরাইলি সামরিক বাহিনীর হামলা আরও তীব্র হয়েছে। বর্তমানে, এই সংঘর্ষের কারণে লেবাননে গত এক বছরে তিন হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে অধিকাংশই নিরপরাধ বেসামরিক নাগরিক।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert